কোথায় ঐক্যবদ্ধ প্রয়াস?

লিখেছেন লিখেছেন আবু বকর সিদ্দিক ১৫ আগস্ট, ২০১৩, ০৩:৫৪:২৫ দুপুর

কিছু দিন আগের কথা

।ক্লাস ওয়ানের এক ছাত্রের দরিদ্র মা আমার এক স্যারকে রাস্তায় পেয়ে কেঁদে দিল।বলল,স্যার আমার ছেলেটাকে একটু দেখবেন।তাকে লেখাপড়া করানোর জন্য আমাকে বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করতে হয়।ওর আব্বা থেকেও নেই।।

এরকম কাহিনী এক সময় বইয়ে পড়তাম,এখন বাস্তবে দেখলাম।এই হচ্ছে বর্তমান দুনিয়ার বাস্তবতা।কিছু মানুষ বাস করে সাততলায়,কিছু গাছ তলায়।মাঝে মাঝে পত্রিকায় দেখা যায় শহরের ফুটপাতেকুকুরে সাথে কিছু মানুষ বাস করে।এমন কি ডাস্টবিন থেকে খায়।ধনী-গরিবের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন রচনা করে সমাজের দুঃখ মোচনের জন্যেই তো আমাদের প্রিয় নবী (সঃ) সংগ্রাম করেছিলেন।আমার আক্ষেপ মুসলমান আজ কি করছে?সাধারনের কথা কি বলব,ওলামায়ে কেরাম কি করছে!!!কোথায় তাদের ঐক্যবদ্ধ প্রয়াস?

বিষয়: বিবিধ

১০৯৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383177
৩০ মে ২০১৭ রাত ১০:৩৫
আবু বকর সিদ্দিক লিখেছেন : আগের মন্তব্য গুলো দেখা যাচ্ছে না কেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File